Freelancing Learning School এর সৌজন্যে আয়োজিত "ফ্রী মাসিক ডেস্কটপ পিসি প্রদান কর্মসূচী" এর ToS (Terms of Services) হবে নিম্নরূপঃ
বাছাই প্রক্রিয়াঃ
১। প্রতি মাসের ০৫ তারিখে Microworkers International Help Line - FLS Matrix - MIHL™ গ্রুপে একটি আবেদন ফর্মের লিঙ্ক প্রকাশ করা হবে।
২। আবেদন করার সময়সীমা থাকবে উক্ত মাসের ১০ তারিখ রাত ১২ টা (বাংলাদেশ টাইম) পর্যন্ত।
৩। গ্রুপের প্রিমিয়াম মেম্বারদের মধ্যে থেকে ০৭ সদস্যের একটি কমিটি নির্বাচিত হবে, যারা পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন।
৪। উক্ত কমিটি ০২ মাসের জন্য নির্বাচিত হবেন। মেয়াদ উত্তীর্ন হলে, নতুন কমিটি নির্বাচন করা হবে পরবর্তী ০২ মাসের জন্য।
৫। প্রতি মাসের ১০ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে আবেদনকারীদের মধ্যে থেকে ০৩ জন কে নির্বাচক কমিটি বাছাই করবেন।
৬। এই বাছাইকরনের জন্য নির্বাচক কমিটি আবেদনকারীদের আবেদনপত্রের প্রশ্নের উত্তরসমুহ যাচাই করবেন, এসাইনমেন্ট প্রদান করবেন, ভিডিও ইন্টারভিউ নিবেন এবং অন্যান্য ভাবে উপযুক্ত ০৩ জনকে বাছাই করবেন।
৭। আবেদনপত্র থেকে প্রথমে নির্বাচক কমিটি একটি শর্ট লিস্ট তৈরি করে তাদেরকে গুগল মিটের মাধ্যমে এসাইনমেন্ট সম্পর্কে বুঝিয়ে এসাইনমেন্ট দিবেন।
৮। এসাইনমেন্ট থেকে বাছাই করে নতুন শর্ট লিস্ট তৈরি করে তাদের ভিডিও ইন্টারভিউ তে ডাকবেন।
৯। তারপর চূড়ান্ত ০৩ জন নির্বাচিত হবে।
১০। এই পুরো প্রক্রিয়া শেষ করতে যদি আরও বেশী সময় লাগে, তাহলে বাছাইকরন সময়ের সময়সীমা ২০ তারিখ পর্যন্ত বর্ধিত হবে।
১১। নির্বাচিত ০৩ সদস্যকে নিয়ে গ্রুপে ভোটের আয়োজন করা হবে। গ্রুপের সকল সাধারন মেম্বার তাদের ভোট দিবেন।
১২। ভোট চলবে ২০ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত।
১৩। সর্বাধিক ভোট প্রাপ্ত ব্যাক্তি জয়ী হিসেবে নির্বাচিত হবেন।
১৪। ২৫-৩০ তারিখের মধ্যে জয়ী ব্যাক্তিকে ডেস্কটপ পিসি প্রদান করা হবে।
0 comments:
Post a Comment