Saturday, April 2, 2022

ডেস্কটপ পিসি প্রদান কর্মসূচী by Freelancing Learning School - FLS


চারিদিকে শুধু একটাই শব্দ। বাংলাদেশ প্রায় ৫কোটি শিক্ষিত বেকার রয়েছে। এর মধ্যে কেউ সরকারি চাকরি, কেউবা প্রাইভেট চাকরি খুঁজছে, কিন্তু কেউই সঠিক ফল পাচ্ছে না।

বাংলাদেশে প্রতি বছর ২১লাখ শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাই বিভিন্ন কর্মস্থলে "চাকরি নাই" শব্দটাও বেড়েই চলেছে। এর কোন বিকল্প নেই। তাই দেশের বেকারত্ব সমস্যা দূর করতে ফ্রিল্যান্সিং মতো একটা পেশা আমাদের সামনে রয়েছে। এই পেশার মাধ্যমে আমরা, নিজের চাহিদা, পরিবারের চাহিদা ও দেশের বেকারত্ব সমস্যা দূর করতে পারি। তাই, আসুন - ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ি, নিজে আলোকিত হই, ও দেশকে বেকারত্বের হাত থেকে রক্ষা করি।

Freelancing Learning School - FLS এর সৌজন্যে ফ্রিল্যান্সিংকে আরো গতিশীল করার উদ্দেশ্য " ফ্রী ডেস্কটপ পিসি প্রদান কর্মসূচী" হাতে নেয়া হয়েছে। 

বিস্তাড়িত জানতে বা, রেজিস্ট্রেশন করতেঃ https://www.facebook.com/groups/bdmicroworker 

আপনি কি #ফ্রিল্যান্সিং করতে আগ্রহী? 
আপনি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার চেস্টা করছেন?? 
একটি পিসি কি আপনার জন্য খুব জরুরী, কিন্তু পিসি নেয়ার সক্ষমতা আপনার এই মুহুর্তে নেই???

তাহলে, আপনি এই সুযোগটি নিতে পারেন। 

মোবাইল দিয়ে অনলাইন থেকে ইনকাম করা যায়। কিন্তু সেটা পুরোপুরি ফ্রিল্যান্সিং হয় না। একটা পিসিই পারে আপনাকে প্রফেশনাল ফ্রিল্যান্সার হওয়ার পথে এগিয়ে নিয়ে যেতে। Freelancing Learning School - FLS সেক্ষেত্রে আপনাকে সহযোগিতা করার জন্যই "ফ্রী ডেস্কটপ পিসি প্রদান কর্মসূচী" হাতে নিয়েছে। যাদের ডেস্কটপ পিসি নেই এবং যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার চেস্টা করছে, প্রতিমাসে তাদের ডেস্কটপ পিসি দেয়া হবে। এই সুযোগ লুফে নিন, এখুনি !!! 

জীবন পরিবর্তনের প্রচেস্টায় - Freelancing Learning School

0 comments:

Post a Comment